Gp sim replace price | জিপি সিম রিপ্লেস করুন ঘরে বসে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Gp sim replace price এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজকে আমি গ্রামীণফোনের সিম রিপ্লেস সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

যখন আমাদের সিম নষ্ট কিংবা হারিয়ে যায় তখন আমরা সিম রিপ্লেস করে থাকি। আর সিম রিপ্লেস করতে হলে আমাদের অবশ্যই সিম রিপ্লেস সম্পর্কে ধারণা থাকতে হবে।

Gp sim replace|গ্রামীনফোন সিম রিপ্লেস

নষ্ট কিংবা হারানো সিম রিপ্লেস করতে হলে আমরা গ্রামীনফোন কাস্টমার কেয়ার এর নিকট যাই এবং সিম রিপ্লেস করি।

এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জিপি সিম রিপ্লেস করা যায়।

গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে কিংবা মাই জিপি অ্যাপ ব্যবহার করে আপনি জিপি সিম রিপ্লেস করতে পারবেন আবার কিনতেও পারবেন।

| গ্রামীনফোন কাস্টমার কেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে…

কিভাবে অনলাইনে সিম রিপ্লেস কিংবা ক্রয় করবেন তা নিচে আলোচনা করা হয়েছে।

Gp sim replace price

Gp sim replace price|জিপি সিম রিপ্লেস প্রাইজ

অনলাইনে কিংবা গ্রামীনফোন কাস্টমার কেয়ার যেখান থেকেই জিপি  সিম রিপ্লেস করে থাকেন না কেনো অবশ্যই আপনাকে টাকা দিতে হবে।

বর্তমান বাজেটে সিম কোম্পানি গুলার ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া কারনে সিম কিনা বা রিপ্লেস করার দাম বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে Gp sim replace price 200 Taka। যদিও অফার ছাড়া নতুন সিম কিনেন তাহলে আপনাকে ২০০ টাকা দিতে হবে।

বিভিন্ন অফার থেকে জিপি সিম ফ্রি তেও কিনা যায় কিন্তু আমাদের অনেকেরই পুরাতন সিম রিপ্লেস করা জরুরি হয়ে পড়ে। তাই সিম রিপ্লেস করতে আমাদের গুনতে হয় ২০০ টাকা।

কিভাবে ঘরে বসে জিপি সিম রিপ্লেস করবেন

করোনা পরিস্থিতিতে বিশ্বের সব কিছু যখন থমকে যায় তখন থেকে সব কিছু অনলাইনের মাধ্যমে প্রচলিত হয়। যদি বাইরের দেশ গুলায় অনেক আগেই তা প্রচলিত রয়েছে।

| মাই জিপি অফার সম্পর্কে বিস্তারিত জানতে…

আগেই বলেছি ঘরে বসে জিপি সিম রিপ্লেস করতে বা কিনতে পারবেন মাই জিপি অ্যাপ অথবা গ্রামীনফোনের ওয়েবসাইট ব্যবহার করে।

কিভাবে মাই জিপি অ্যাপ ব্যবহার করে সিম রিপ্লেস অথবা কিনতে হয় চলুন জেনে নেই।

  • মাই জিপি এ্যাপে প্রবেশ করুন
  • More অপশনে ক্লিক করুন
  • সিম রিপ্লেস অপশনে ক্লিক করুন
  • তারপর যে সিম রিপ্লেস করবেন সেই সিমের নাম্বার লিখুন
  • যোগাযোগ করার জন্য একটি নাম্বার দিন
  • তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখে Add to cart ক্লিক করুন।

gp sim replacement by online

ব্যাস হয়ে গেলো আপনার সিম রিপ্লেস। গ্রামীনফোন এর একজন প্রতিনিধি মাধ্যমে আপনার সিম পাঠিয়ে দিবে অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে সিম নিতে পারেন।

যদি আপনার মাই জিপি অ্যাপ না থাকে তাহলে গ্রামীনফোন এর ওয়েবসাইট থেকেও সেইম প্রসেসে এই কাজটি করে নিতে পারেন।

গ্রামীনফোন এর ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করুন।

আশা করি জিপি সিম রিপ্লেস সম্পর্কে একটু হলেও ধারনা দিতে পেরেছি। এছাড়াও যেকোনো বিষয়ে তথ্য জানতে কমেন্ট করতে পারেন।

ধন্যবাদ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top