Nagad interest rate | নগদ ইন্টারেস্ট রেট ২০২২

নগদ মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করেছে Nagad interest । আজকের এই আর্টিকেলে Nagad interest rate সম্পর্কে আলোচনা করবো।

বিকাশ,রকেটের ও শিওর ক্যাশ এর মতো নগদ ও একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। নগদ হচ্ছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা।

মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে কম খরচে নগদ থেকে ক্যাশ আউট করা যায়।

নগদ হচ্ছে বাংলাদেশের একটি সরকারি মোবাইল ব্যাংকিং। কাজেই সেখানে অন্যান্য মোবাইল ব্যাংকিং থেকে সবচেয়ে বেশি সুবিধা উপভোগ করা যায়। 

নগদ ক্যাশ আউট চার্জ | Nagad cash out charge

নগদে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ৯.৯৯ টাকা মাত্র। যেখানে বিকাশ চার্জ করে প্রতি হাজারে ১৮.৮৫ টাকা।

সবদিক দিয়েই নগদ সবচেয়ে সুবিধা দিয়ে থাকে বিস্তারিত জানতে ক্লিক করুনএখানে

nagad interest rate

Nagad Interest rate 

এইসব সুবিধার পাশাপাশি নগদ একাউন্টে জমা টাকার পরিমানের উপর মুনাফা দিয়ে থাকে। নগদ একাউন্ট এ টাকা জমা রাখলে সেই জমা টাকার লাভ ও দিয়ে থাকে নগদ।

গ্রাহকগণ তাদের নগদ অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর সর্বোচ্চ মুনাফা লাভ করবেন। কাজেই বিকাশ কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এ টাকা জমা না রেখে;

নগদ একাউন্ট এ ইন্টারেস্ট অপশন চালু করে নগদেই টাকা জমা রাখলে তার থেকে আমরা মুনাফা লাভ করতে পারি।

 নগদ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন – Nagad App

মুনাফার স্ল্যাব বার্ষিক মুনাফা হার নিম্নরুপঃ

  • ৫০০১ টাকা থেকে ৩০০০০০ টাকা থাকলে মুনাফা পাবেন ৭.৫%
  • ১০০০.০০১ টাকা থেকে ৫০০০.০০০ টাকা থাকলে পাবেন ৪.০%
  • ০ টাকা থেকে ১০০০.০০০ টাকা ০.০% করে মুনাফা প্রদান করে থাকে যা অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রদান করে না।

যদি আপনি ১০০ টাকা রাখেন তাহলে আপনি পাবেন শতকরা ৭.৫ টাকা বছরে।

তাহলে ১ টাকায় আপনি পাবেন (৭.৫÷১০০) = ০.০৭৫ টাকা
তাহলে ১০০০০ টাকায় আপনি পাচ্ছেন (১০০০০×০.০৭৫) = ৭৫০ টাকা

এখন ক্লিয়ার ১০ হাজার টাকায় আপনি প্রতি বছর মুনাফা পাবেন ৭৫০ টাকা

নগদ কিভাবে মুনাফা দেয়

নগদ মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করে থাকে। প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হয়।

মাস শেষে আপনার নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেওয়া হয়।

বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন – এখানে

গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস জনিত কোনো সমস্যার কারণে মুনাফা বিতরণ করা না গেলে,

সে মাসে উক্ত গ্রাহক কোনো মুনাফা পাবেন না মুনাফা লাভের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট অবশ্যই চালু থাকতে হবে।

কিভাবে নগদ মুনাফা চালু করবেন

  • নগদ অ্যাপ অপেন করুন ,
  • তারপর সেখান থেকে হাতের ডানে অমার নগদ অপশনটি সিলেক্ট করুন।
  • তিন নাম্বারে অপশনটি মুনাফা পেতে চাই অপশন টি নির্বাচন করুন।
  • তারপর হ্যা নির্বাচন করুন।

নগদ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।

‘নগদ’ কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই, যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলি পরিবর্তন বা পরিবর্ধন এমনকি ক্যাম্পেইন বাতিল করারও অধিকার সংরক্ষণ করে থাকে নগদ।

|বিকাশ লোন নেওয়ার নিয়ম জানতে

মুনাফা চালু করতে নগদ কল সেন্টার নম্বর (১৬১৬৭)-এ কল করে, ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মাধ্যমে গ্রাহক তার মুনাফা সেবা গ্রহণ বা বাতিল করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top