ক্যাশ আউট হচ্ছে আপনার একাউন্ট থেকে টাকা উত্তোলন করার একটি মাধ্যম। ক্যাশ আউট অপশন ব্যবহার করে আমরা বিকাশ থেকে টাকা তুলে থাকি।
বিকাশ থেকে কোন মাধ্যমে ক্যাশ আউট হচ্ছে তার উপর ভিত্তি করে বিকাশ চার্জ করে থাকে।
আর কোন মাধ্যমে কতো টাকা চার্জ নেয় অর্থাৎ বিকাশ ক্যাশ আউট চার্জ ২০২৩ (এজেন্ট এটিএম *২৪৮#) নেয় তা সম্পর্কে জানবো।
আরো পড়ুনঃ বিকাশ থেকে কিভাবে লোন নেওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
- বিকাশ এ্যাপ ব্যবহার করে,
- বিকাশ এটিএম এর মাধ্যমে,
- *২৪৭# ব্যবহার করে।
বিকাশ অ্যাপ (App) এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ

বিকাশ এটিএম (ATM) এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ
অনেক স্মার্ট লোক এটিএম (ATM) ব্যবহার করতে পছন্দ করেন। তাছাড়া বিকাশে এটিএম (ATM) এর ক্যাশ আউট খরচ সবচেয়ে কম।
বিকাশ এটিএম (ATM) থেকে ক্যাশ আউট চার্জ হলো শতকরা ১.০৫ টাকা । এটিএম থেকে ক্যাশ আউট করলে বিকাশ হাজারে ১৫ টাকা চার্জ করে। যা অন্য মাধ্যমের তুলনায় খুবই কম।
তবে একটি কথা মনে রাখবেন ২০০০ টাকার নিচে এটিএম থেকে ক্যাশ আউট করা যায় না। তাই বেশি টাকা এটিএম থেকে আউট করাই ভাল হবে।

কোড ডায়াল এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ
মোবাইল থেকে *247# ডায়াল করে ক্যাশ আউট করলে শতকরা ১.৮৫% হারে চার্জ করে। এই মাধ্যম ব্যবহার করে টাকা তুললে হাজারে আপনাকে ১৮.৫০ টাকা করে চার্জ দিতে হবে।
তাই টাকা বেশি হলে বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা তুলতে পারেন নয় তো এটিএম (ATM) ব্যবহার করে।
বিকাশ ক্যাশ আউট লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।