আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা আজকে আপনাদের এই আর্টিকেলে Alap app download সম্পপর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আলাপ অ্যাপ ডাউনলোড সহ আলাপ অ্যাপ এর কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) চালু করেছে আলাপ অ্যাপটি। আপনি চাইলে Alap app download করে ফ্রি তে কথা বলতে পারবেন।
আলাপ অ্যাপ ডাউনলোড করে ফ্রি তে কথা বলতে চাইলে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন করতে হবে।
এছাড়াও আলাপ অ্যাপ ব্যবহার করে আপনি যেকোনও মোবাইল বা ল্যান্ডফোনে কথা বলতে পারবেন। নিচে আলাপ অ্যাপ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
Alap app download | আলাপ অ্যাপ ডাউনলোড
আলাপ অ্যাপ বর্তমানে গুগল প্লেস্টোরে ও অ্যাপ স্টোরে পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে একাউন্ট খুলে লগ ইন করে আলাপ অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আলাপ অ্যাপ ডাউনলোড করে লগ ইন করলেই পাচ্ছেন ১৫ মিনিট ফ্রি টকটাইম মিনিট। এই বোনাস ১৫ মিনিট দিয়ে যেকোনো নাম্বারে কল করে কথা বলতে পারবেন।
এছাড়াও সরাসরি আলাপ অ্যাপ ডাউনলোড করতে পারেন নিচের দেওয়া লিংক থেকে।
Alap app download
আলাপ অ্যাপ একাউন্ট খোলার নিয়ম
আলাপ অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই আলাপ একাউন্ট খোলা যায়।
| Amber it সম্পর্কে বিস্তারিত জানতে…
নিচে আলাপ একাউন্ট খোলার পদ্ধতি মনোযোগ সহকারে অনুসরণ করে আলাপ একাউন্ট খুলতে পারবেন।
- আলাপ অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করুন।
- সর্বপ্রথম মোবাইল নাম্বার দিন
- মোবাইল নাম্বারের (OTP) কোড বসান
- এনআইডি কার্ডের দুই পাশের ফটো তুলে ভেরিফাই করুন
- তারপর একটা সেল্ফি তুলে একাউন্ট এর কাজ সম্পুর্ণ করুন।
ব্যাস হয়ে গেলো আলাপ একাউন্ট খোলা। আর একাউন্ট খোলার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন ১৫ মিনিট ফ্রি।
১৫ মিনিট ব্যবহার করে যেকোনো নাম্বারে কথা বলতে পারেন।
Alap call rate | আলাপ কল রেট
আলাপ থেকে আলাপ বিনামূল্যে কথা বলতে পারবেন। তবে আপনি যদি আলাপ থেকে যেকোনও মোবাইল বা ল্যান্ডফোনে কথা বলেন তাহলে আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে।
আলাপ থেকে আলাপ বিনামূল্যে কথা বলতে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন করতে হবে। মোবাইল বা ল্যান্ডফোনে আলাপ অ্যাপ কল রেট নিচে দেওয়া আছে।
- Alap call rate per minute 0.30 Taka
- With vat Alap call rate 0.35 Taka
Alap app recharge | আলাপ অ্যাপ রিচার্জ
আলাপ অ্যাপে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং এর ‘পে বিল’অপশন সিলেক্ট করে রিচার্জ করতে পারেন।
এছাড়াও আপনি সরাসরি আলাপ অ্যাপ থেকে রিচার্জ অপশনে ক্লিক করে বিকাশ, নগদ, ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করে Alap recharge করতে পারেন।
হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোতে নিজেদের মধ্যে কথা বলা যায় ডাটা (ইন্টারনেট খরচ) করে। কিন্তু মোবাইল নম্বর বা ল্যান্ডফোনে ফোন করা যায় না।
আলাপে এই সমস্যা নেই। ফলে আলাপ অ্যাপ আরো বেশী জনপ্রিয়তা পাবে।
প্রসঙ্গত, দেশে ব্রিলিয়ান্ট, আম্বার আইটিসহ আরেকটি ওটিটি অ্যাপ চালু রয়েছে। আলাপ হলো দেশের চতুর্থ ওটিটি অ্যাপ।
আরও চারটি অ্যাপ চালু জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিটিআরসি থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে।