Banglalink balance check and all USSD code | My Banglalink app download

Banglalink balance check করার জন্য প্রয়োজন ইউএসএসডি কোড। আবার ইউএসএসডি কোড ছাড়াও সব কিছু চেক করতে পারবেন।

বাংলালিংক এর নাম্বার দেখতে হলে আপনাকে বাংলালিংক এর ইউএসএসডি কোড ডায়াল করতে হবে।

বাংলালিংক এর নাম্বার দেখতে ডায়াল করুন *124#

Table of Contents

Banglalink All USSD Code:

  • BL Number check: *511#
  • Mobile Balance check: *124#
  • Internet Balance check, dial *5000*500# or *124*3#
  • Minute Check: *124*2#
  • SMS Pack Check: *124*3#
  • MMS Check: 124*2#
  • Banglalink Customer Care Number: 121

কোড মনে রাখা কিংবা ডায়াল করার ঝামেলা এড়াতে বাংলালিংক নিয়ে এলো স্মার্ট গ্রাহকদের জন্য স্মার্ট সেবা, MyBL অ্যাপ।

আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য বাংলালিংক দিচ্ছে আকর্ষণীয় সুবিধা। যার মাধ্যমে আপনি পাবেন বাংলালিংক এর সকল সুবিধা।

নাম্বার, ব্যালেন্স, মিনিট প্যাক, এমবি দেখার জন্য সবকিছুর আলাদা আলাদা কোড আছে যা মনে রাখা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়।

আরো পড়ুনঃ Teletalk সম্পর্কে জানতে ভিজিট করুন-

নিম্নে MyBL অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো;

My Banglalink

মাই’বিএল এ প্রবেশ করলেই কোনো কিছু ডায়াল ছাড়াই আপনি ব্যালেন্স, এমবি,মিনিট, এসএমএস দেখতে পারবেন চোখের পলকে।

এই অ্যাপ ব্যবহার করলে আপনি বাংলালিংক এর সকল অফার সহ সকল সার্ভিস উপভোগ করতে পারবেন খুব সহজেই।

আর গুগলে এসে সার্চ করতে হবে না Banglalink balance check code লিখে।

আপনি যদি বাংলালিংক MyBL অ্যাপে এখনও সাইন আপ না করে থাকেন এখনই ইনস্টল করুন MyBL অ্যাপ! সফলভাবে সাইন আপ করে উপভোগ করুন ৫০০MB ইন্টারনেট বোনাস।

বাংলালিংক এর মাই বিএল অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন-

Google Play Store

App Store

MyBL অ্যাপ এর কিছু সুবিধা সমূহ হচ্ছে খুব ফ্রেন্ডলি ইন্টারফেস থাকায় খুব সহজেই এটি ব্যবহার করা যায়।

নতুন এই ইন্টারফেস-এ গ্রাহকেরা একই জায়গায়, সহজেই খুঁজে পাবেন সব অফার ও সার্ভিস।

নতুন MyBL অ্যাপ থেকে গ্রাহকেরা সকল মিনিট /ইন্টারনেট/মিক্সড/এসএমএস বান্ডেল কিনতে পারবেন।

এছাড়াও, অ্যাপ থেকে যেকোনো সময় অফার কেনা রিচার্জ করা থেকে শুরু করে ইমারজেন্সি ব্যালেন্স আনা,ব্যালেন্স চেক করা,ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক ও এসএমএস প্যাক কেনা সহ অনেক রকম সুবিধা উপভোগ করা যায়।

এছাড়াও যদি আপনি প্রথম লগ-ইন ও সাইন-আপ করে থাকেন তাহলে ২৫MB প্রথম ৩০ দিন লগ ইন করলেই বোনাস অ্যাপে সাইন আপ করে পাবেন ৫০০MB ইন্টারনেট বোনাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top