প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, বিকাশ মোবাইল ব্যাংকিং নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য Bkash send money cost নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এই যুগে বিকাশ ব্যবহার করে না আর বিকাশ একাউন্ট নেই এমন মানুষ পাওয়া দুশকর। কারণ বর্তমানে সবাই মোবাইল ব্যাংকিং মানেই বিকাশ একাউন্ট বুঝে।
আজকে আপনাদের আমি Bkash send money cost নিয়ে পুরো তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ সহকারে পড়বেন।
Bkash send money | বিকাশ সেন্ড মানি
আমরা বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি অপশন ব্যবহার করে একটি পার্সোনাল একাউন্ট থেকে আরেকটি পার্সোনাল একাউন্টে টাকা লেনদেন করে থাকি।
আর এই লেনদেন এর জন্য আমাদের কাছ থেকে বিকাশ চার্জ নিয়ে থাকে যাকে আমরা Bkash send money cost বলে থাকি।
| বিকাশ রিচার্জ ক্যাশব্যাক অফার সম্পর্কে জানতে….
বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি! বিকাশ অ্যাপ বা ডায়াল করে আপনার প্রিয় ৫টি নাম্বারে প্রতি মাসে সর্বমোট ২৫,০০০ টাকা সেন্ড মানি করুন ফ্রি।
দুইটি মাধ্যমে আমরা বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি করতে পারি। যথা-
- বিকাশ অ্যাপ ব্যবহার করে
- বিকাশ কোড ডায়াল করে
Bkash send money cost | বিকাশ সেন্ড মানি খরচ
সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এমএফএস গ্রাহকদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি করা হয়েছে।
প্রিয় নাম্বারে সেন্ড মানি
- প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- আমরা প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি
- আমাদের প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ০.০১ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- প্রতি মাশে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ১৫,০০০.০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা প্রযোজ্য হবে।
- ২৫,০০০ টাকার বেশি সেন্ড মানি’র ক্ষেত্রে প্রতি
- যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- একজন গ্রাহক প্রতি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে সর্বমোট ১৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করতে পারবেন।
সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন যেকোন সময়।
কোড ডায়াল করে বিকাশ সেন্ড মানি প্রক্রিয়া
কিভাবে ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ সেন্ড মানি করতে হয় তা জানতে নিচের দেখানো প্রসেস অনুসরণ করুন।
|বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে জানতে…
- *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
- “সেন্ড মানি” সিলেক্ট করুন
- আপনি যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি লিখুন
- আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টি লিখুন
- লেনদেনের একটি রেফারেন্স/তথ্যসূত্র দিন (একটি শব্দের বেশি ব্যবহার করবেন না, স্পেস এবং বিশেষ অক্ষর এর ব্যবহার এড়িয়ে চলুন)
- আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন
বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিয় নাম্বার অ্যাড করার নিয়ম
বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রিয় নাম্বার অ্যাড করে ফ্রি-তে টাকা লেনদেন করতে পারবেন।
| বিকাশ একাউন্ট বন্ধ হলে করনীয় কি জানতে…
Bkash app এ প্রিয় নাম্বার অ্যাড করতে নিচের দেখানো প্রসেস অনুসরণ করুন।
- বিকাশ অ্যাপ লগইন করে ওপেন করুন
- ওপেন করার পর প্রিয় নাম্বার অপশনে ক্লিক করুন
- ক্লিক করে নিচে
- মোবাইল রিচার্জ (+) Add অপশনে ক্লিক করুন
- তারপর সেখান থেকে আপনার সেন্ড মানি করার নাম্বারটি অ্যাড করে নিন
- অ্যাড হয়ে গেলে প্রিয় নাম্বার অপশন থেকে ফ্রি তে সেন্ড মানি করতে পারবেন।