Bkash send money system | কিভাবে বিকাশ সেন্ড মানি করবেন

bkash send money system

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ও পাঠিকা, আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল Bkash send money system নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।

বিকাশ মোবাইল ব্যাংকিং মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি সেবার নাম। বিকাশ হচ্ছে ব্রাক ব্যাংক এর একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস।

গ্রাহক সংখ্যা অনেক বেশী হওয়ায় বিকাশ ও প্রতিনিয়ত নানান রকম অফার দিয়ে থাকে।

আজকে এই আর্টিকেলে বিকাশ সেন্ড মানি সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Bkash send money system

আপনি যদি বিকাশ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কখনো কখনো কোনো পার্সোনাল নাম্বারে টাকা সেন্ড মানি করার প্রয়োজন পড়বে।

আর এরজন্য আপনাকে Bkash send money সিস্টেম সম্পর্কে জানতে হবে। আপনি চাইলে খুব সহজেই সেন্ড মানি করতে পারেন বিকাশ অ্যাপ ব্যবহার করে,

আবার অ্যাপ ব্যবহার না করে কোড ডায়াল করেও বিকাশ সেন্ড মানি করতে পারবেন।

| বিকাশ সেন্ড মানি চার্জ সম্পর্কে বিস্তারিত জানতে….

বিকাশ অ্যাপ কিংবা বিকাশ কোড ডায়াল করে কিভাবে সেন্ড মানি করতে হয় সেই প্রসেস নিচে দেওয়া আছে।

bkash send money systemBkash send money system by App

অ্যাপ ব্যবহার করে শুধু সেন্ড মানি নয় যেকোনো বিষয়ে লেনদেন করতে পারবেন খুব ইজিলি।

আর এরজন্য অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। বিকাশ অ্যাপ ডাউনলোড করে লগ ইন করুন।

  • বিকাশ অ্যাপ ওপেন করুন
  • সেন্ড মানি অপশন সিলেক্ট করুন
  • নাম্বার লিখে সেন্ড করুন
  • তারপর এমাউন্ট দিন
  • তারপর পিন দিন
  • সর্বশেষ নাম্বার ও এমাউন্ট চেক করে ট্যাপ করে ধরুন।

Bkash app download

ব্যাস হয়ে গেলো আপনার অ্যাপ ব্যবহার করে বিকাশ সেন্ড মানি। কোড ডায়াল করে সেন্ড মানি করতে নিচে ফলো করুন।

Bkash send money system by Code

কোড ডায়াল করেও আপনি বিকাশ সেন্ড মানি করতে পারবেন তবে সেই প্রসেস টা আপনাকে অবশ্যই জানতে হবে।

| বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে…

কোড ব্যবহার করে বিকাশ সেন্ড মানি করতে নিচের সিস্টেম ফলো করুন।

  • ডায়াল করুন *247#
  • 1 লিখে সেন্ড করুন
  • সেন্ড মানি নাম্বার লিখে সেন্ড করুন
  • তারপর এমাউন্ট দিয়ে সেন্ড করুন
  • যেকোনো একটি রেফারেন্স দিয়ে সেন্ড করুন
  • এবং নাম্বার, এমাউন্ট চেক করে পিন দিন।

ব্যাস হয়ে গেলো আপনার বিকাশ কোড ব্যবহার করে সেন্ড মানি করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top