হারানো ফোন খুঁজে পাওয়ার এই উপায় জেনে নিন

মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বর্তমান সময়ে স্বাভাবিক ব্যবহার। আমাদের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা অন্যকারো কাছে গেলে আমাদের অনেক ক্ষতি হয়।

আমাদের তথ্য সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু কি হবে যখন আমাদের মোবাইল আমাদের কাছে না থাকে, কি হবে কোথায় ভুলে রেখে আসলে, কিভাবে লক করবো আমাদের মোবাইল।

আমাদের হাতের নাগালের বাইরে মোবাইল চলে গেলেও অন্য যেকোনো এন্ড্রয়েড ডিভাইস দিয়ে লক করতে পারি আমাদের মোবাইল। মুছে দিতে পারি সকল তথ্য তাও আবার ২মিনিটেই।

গুগলে find my device লিখেই খুজে নিতে পারি আমাদের ফোনের লোকেশন। মুছে দিতে পারি সকল তথ্য। গুগল এই সুবিধাটি চালু করে ২০১৫ সালে।

আপনার মোবাইলের লোকেশন খুজতে অনুসরণ করুন-

১. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জিমেইল আইডি ব্যবহার করেন, সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটারে বসে প্রথমে এই ঠিকানাটা লিখুন (https://www. google. com/android/find)।

সেখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি ‘একসেপ্ট’ করলেই আপনার প্রাথমিক ধাপ শেষ।

২. আপনার ডিভাইসের লোকেশন(ইন্টারনেট সংযোগ থাকতে হবে) অপশনটি চালু থাকলেই শুধু এ ধাপ কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ।

মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যাপে দেখিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এখানে কিন্তু সম্ভাব্য কাছাকাছি লোকেশনই দেখানো হবে।

৩. মোবাইলকেও যদি আপনার এলাকাতেই দেখানো হয়, সে ক্ষেত্রে বাঁ দিকে থাকা (PLAY SOUND) অপশনটি ব্যবহার করুন।

এর ফলে কম্পিউটার থেকেই আপনার মোবাইলে রিংটোন বাজানো যাবে। মোবাইল সাইলেন্ট মুডে থাকলেও কোনো সমস্যা নেই, পাঁচ মিনিট ধরে নিজেকে জানান দেবে মোবাইল।

৪. কিন্তু মোবাইল যদি সত্যিকারেই হারিয়ে যায় এবং দ্রুত খুঁজে পাওয়ার সুযোগও যদি খুঁজে না পান, সে ক্ষেত্রে আপনি মোবাইল লক করে দেওয়ার ব্যবস্থা নিতে পারেন।

একটি পাসওয়ার্ড দিয়ে লক করে দিতে পারবেন সেট। উদ্ধারের পর সে পাসওয়ার্ড দিয়ে সেট আনলক করে নিতে পারবেন।

মোবাইল হারিয়ে গেলে এই তিনটি সুযোগ হাতে পাবেন আপনি।মোবাইল হারিয়ে গেলে এই তিনটি সুযোগ হাতে পাবেন আপনি।

৫. কিন্তু সেট উদ্ধারের সব আশাই যদি জলাঞ্জলি দিয়ে থাকেন, সে ক্ষেত্রে এটাই আপনার শেষ আশ্রয়। মোবাইলে থাকা মহাগুরুত্বপূর্ণ তথ্য যেন অন্য কারও হাতে না পড়ে, সে ব্যবস্থাও নিতে পারেন।

(ERASE DATA) অপশনটি ব্যবহার করে, মোবাইলের সব ডেটা মুছে ফেলতে পারবেন। মোবাইল যদি অফলাইনে থাকে, তবে যখনই অনলাইনে আসবে, সঙ্গে সঙ্গে সব তথ্য মুছে যাবে।

তবে এর ফলে গুগলের সাহায্য নিয়ে আর সেট খুঁজে পাওয়ার উপায় খোলা থাকবে না। তবে সেট খুঁজে পেলে জিমেইল আইডি দিয়ে আবারও ব্যবহার করতে পারবেন সেই সেট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top