আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা আজকে এই আর্টিকেলে Gp sim replacement center সম্পর্কে আলোচনা করা হয়েছে।
জিপি সিম রিপ্লেস সেন্টার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনাকে আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়তে হবে।
Gp sim replacement center বলতে গ্রামীনফোন সার্ভিস সেন্টার অথবা গ্রামীনফোন এক্সপ্রেস বুঝানো হয়েছে।
কারণ সিম রিপ্লেস করতে হলে অবশ্যই আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে।
গ্রামীনফোন এর সিম রিপ্লেস সম্পর্কে আজকে পুরো তথ্য দিয়ে একটু হলেও আপনাদের উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Gp sim replacement center
সিম যখন হারিয়ে যায় অথবা কোনো কারনে নষ্ট হয়ে যায় ঠিক তখনি আমাদের সিম রিপ্লেস করার প্রয়োজন পরে।
গ্রামীনফোন সিম আপনি চাইলে ঘরে বসেও রিপ্লেস করতে পারবেন, আবার গ্রামীনফোন এক্সপ্রেস কিংবা গ্রামীনফোন সার্ভিস সেন্টারে গিয়েও জিপি সিম রিপ্লেস করতে পারেন।
জিপি সিম রিপ্লেস করতে হলে অবশ্যই আপনাকে চার্জ প্রদান করতে হবে, আর যদি আপনি গ্রামীনফোন স্টার গ্রাহক হোন তাহলে আপনাকে গ্রামীনফোন ফ্রি তে সিম রিপ্লেস করে দিবে।
| জিপি সিম রিপ্লেস প্রাইজ সম্পর্কে বিস্তারিত জানতে…
নিকটস্থ গ্রামীণফোনের সিম রিপ্লেসমেন্ট সেন্টার কিংবা কিভাবে ঘরে বসে জিপি সিম রিপ্লেস করবেন নিচে বিস্তারিত।
Gp sim replacement center near me
গুগলে কিংবা গুগল ম্যাপে গিয়ে সার্চ বারে সার্চ করুন Grameenphone customer care near me তারপর সেখান থেকে আপনার নিকটস্থ জায়গা চিহ্নিত করতে পারেন।
এছাড়াও গ্রামীণফোনের মাই জিপি এ্যাপের মাধ্যমে কাস্টমার কেয়ার সম্পর্কে জানতে, মাই জিপি তে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন, স্ক্রল করে একবারে নিচে চলে আসুন।
সেখান থেকে Store Locator বাটনে ক্লিক করুন, তারপর সার্চ বারে আপনার ঠিকানা লিখে সার্চ করুন।
| সিম রেজিষ্ট্রেশন চেক করার নিয়ম সম্পর্কে জানতে…
ব্যাস এখন চাইলে নিচে ম্যাপ/লিস্ট যেটাতে ক্লিক করবেন সেভাবেই আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার এর লোকেশন দেখাবে।
ঘরে বসেই জিপি সিম রিপ্লেস
ঘরে বসেই চাইলে জিপি সিম রিপ্লেস করতে বা কিনতে পারবেন মাই জিপি অ্যাপ অথবা গ্রামীনফোনের ওয়েব সাইট ব্যবহার করে।
কিভাবে মাই জিপি অ্যাপ ব্যবহার করে কিভাবে সিম রিপ্লেস অথবা কিনতে হয় চলুন জেনে নেই।
- মাই জিপি এ্যাপে প্রবেশ করুন
- More অপশনে ক্লিক করুন
- সিম রিপ্লেস অপশনে ক্লিক করুন
- তারপর যে সিম রিপ্লেস করবেন সেই সিমের নাম্বার লিখুন
- যোগাযোগ করার জন্য একটি নাম্বার দিন
- তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখে Add to cart ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো আপনার সিম রিপ্লেস। গ্রামীনফোন এর একজন প্রতিনিধি মাধ্যমে আপনার সিম পাঠিয়ে দিবে অথবা নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে সিম নিতে পারেন।
যদি আপনার মাইজিপি অ্যাপ না থাকে তাহলে গ্রামীনফোন এর ওয়েবসাইট থেকেও সেইম প্রসেসে এই কাজটি করে নিতে পারেন।
গ্রামীনফোন এর ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করুন।