আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Grameenphone number check এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।
আজকে আমি গ্রামীণফোনের নাম্বার চেক করার কোড সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
যেকোনো সিমেরই নাম্বার চেক করতে প্রয়োজন ইউএসএসডি কোড।
ঠিক তেমনি গ্রামীনফোনের নাম্বার চেক করতে হলে ডায়াল করতে হবে Grameenphone number check code ।
Grameenphone number check code | গ্রামীনফোন নাম্বার চেক
গ্রামীনফোন সিমের নাম্বার চেক করা একবারে ইজি একটা কোড। যতই ইজি হোক না কেনো না জানলে আমাদের কাছে সেটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়।
আজকে গ্রামীনফোনের নাম্বার চেক করার কোড এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে বলার চেষ্টা করবো।
নিচে গ্রামোফোন এর নাম্বার চেক করার কোড দেওয়া আছে;
Grameenphone number check code: *2#
নাম্বার চেক করতে যেমন কোড ডায়াল করতে হয় ঠিক তেমনি ব্যালেন্স, মিনিট, এসএমএস,ইন্টারনেট চেক করতে ও কোড ডায়াল করার প্রয়োজন পরে।
| গ্রামীণফোনের সিম রিপ্লেস সম্পর্কে বিস্তারিত…
আবার আপনি যদি গ্রামীনফোন এর অফিসিয়াল অ্যাপ মাই জিপি ব্যবহার করে থাকেন তাহলে
কোনো কোড ডায়াল ছাড়াই সব কিছু দেখতে পারবেন মুহূর্তের মধ্যেই।
গ্রামীনফোন এর গুরুত্বপূর্ণ কোড
আগেই বলেছি গ্রামীনফোনের নাম্বার চেক করতে যেমন কোড ডায়াল করতে হয় ঠিক তেমনি অন্যান্য অফার-
কিংবা ব্যালেন্স চেক করতে হলে কোড ডায়াল করতে হবে নিচে গ্রামীণফোনের সকল গুরুত্বপূর্ণ কোড দেওয়া হলো;
Grameenphone all important USSD code
- Grameenphone number check code: *2#
- Grameenphone balance check code: *566#
- Grameenphone minute check code: *121*1*2#
- Grameenphone internet balance check code: *121*1*4#
- Grameenphone sms check code: *121*1*4#
মাই জিপি অ্যাপ “বিস্তারিত”
এছাড়াও কোড ডায়াল ছাড়াই আপনি উপরোক্ত সবকিছু চেক করতে পারবেন।
আর এই জন্য আপনা গ্রামীনফোন এর অফিসিয়াল অ্যাপ মাই জিপি অ্যাপ ব্যবহার করতে হবে।
গ্রামীনফোন এর মাই জিপি অ্যাপ ব্যবহার করলে আপনি মুহুর্তের মধ্যে সব কিছু দেখতে পারবেন।
| মাই জিপি অফার সম্পর্কে বিস্তারিত জানতে…
মাই জিপি অ্যাপ থেকে এমবি মিনিট যেকোনো প্যাক কিনলে পাচ্ছেন জিপি পয়েন্ট।
জিপি পয়েন্ট জমা করে ফ্রি তে এমবি প্যাক কিনতে পারেন খুব সহজেই।
গ্রামীনফোন এর অফিসিয়াল অ্যাপ মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।
অফার কেনার পাশাপাশি বিনা খরচে কল না করেই গ্রামীনফোন কাস্টমার কেয়ার এ লাইভ চ্যাট করতে পারেন।
এছাড়াও আপনি সব অফার দেখতে পারেন, অফার দেখার পাশাপাশি মাই জিপি’র ফ্লেক্সি প্লান ব্যবহার করে
নিজের ইচ্ছা মতো বান্ডেল প্যাক বানিয়ে নিতে পারেন।
| ফ্লেক্সি প্লান ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে…
আপনি যদি জিপি ফ্লেক্সি প্লান ব্যবহার করে অফার তৈরি করতে চান তাহলে উপরের লিংক এ ক্লিক করে জেনে নিতে পারেন।
আশা করি Grameenphone number check এর পাশাপাশি গ্রামীনফোন এর সকল গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে আলোচনা করে আপনাদের উপকার করার চেষ্টা করেছি।
যেকোনো সিম অপারেটর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচে আরো পোস্ট আছে পড়তে পারেন ইনশাআল্লাহ উপকারে আসবে।
ধন্যবাদ”