প্রিয় পাঠক/পাঠিকা আসসালামু আলাইকুম, আজকে এই আর্টিকেলে Grameenphone my GP account নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
গ্রামীনফোন এর অফিসিয়াল অ্যাপ মাই জিপি অ্যাপ। My GP একাউন্ট খোলা নিয়ে আলাদা কোনো আলোচনার প্রয়োজন নেই।
কারন মাই জিপি একাউন্ট খোলা খুবই সহজ।
গ্রামীনফোন এর মাই জিপি অ্যাপ ডাউনলোড করে শুধু নাম্বার তুলে ভেরিফাই করলেও ওপেন হয়ে যাবে My GP account ।
গ্রামীনফোন এর মাই জিপি অ্যাপ ব্যবহার করলে আপনি মুহুর্তের মধ্যে সব কিছু দেখতে পারবেন।
অ্যাপ ডাউনলোড না করেও মাই জিপি এ্যাপের সুবিধা উপভোগ করতে ভিজিট করতে হবে গ্রামীনফোন এর ওয়েবসাইটে।
মাই জিপি অ্যাপ থেকে এমবি মিনিট যেকোনো প্যাক কিনলে পাচ্ছেন জিপি পয়েন্ট। জিপি পয়েন্ট জমা করে ফ্রি তে এমবি প্যাক কিনতে পারেন খুব সহজেই।
My GP account এর সুবিধা
গ্রামীনফোন এর মাই জিপি এ্যাপের মাধ্যমে আপনি গ্রামীনফোন সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
মাই জিপি এ্যাপের আকর্ষণীয় সব ফিচার এর কারনে অ্যাপে ডুকলেই ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স,মিনিট ও এসএমএস দেখতে পারবেন চোখের সামনে।
এগুলা দেখতে কোনো কোড ডায়াল করতে হবে না। শুধু দেখতে যে কোড ডায়াল করতে হবে না তা কিন্তু নয়
যেকোনো প্যাক কিনতে ও কোনো কোড ডায়াল করার প্রয়োজন হবে না।
My GP account internet offer
মাই জিপি এ্যাপে আছে আকর্ষণীয় সব ইন্টারনেট অফার। আপনার একান্ত নিজের অফার দেখতে পারেন খুব সহজেই।
এছাড়াও আপনি নিত্যনতুন অফার সম্পর্কে আপনাকে প্রতিনিয়ত আপডেট নোটিফিকেশন দেওয়া হবে।
আপনি যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনেন তাহলে গ্রামীনফোন আপনাকে দিবে জিপি বোনাস পয়েন্ট।
| মাই জিপি ইন্টারনেট অফার সম্পর্কে জানতে…
আর এইসব বোনাস পয়েন্ট ব্যবহার করে পরবর্তিতে ইন্টারনেট প্যাক কিনতে পারেন একদম ফ্রি তে।
My GP account minute offer
মাই জিপি অ্যাপ ব্যবহার করে আপনি যেমন ইন্টারনেট অফার সম্পর্কে জানতে পারবেন ঠিক তেমনি মিনিট অফার সম্পর্কেও জানতে পারবেন।
মিনিট অফার আর ইন্টারনেট অফার যাই হোক না কেনো আপডেট নোটিফিকেশন কিন্তু আপনার My GP account এ আসবেই।
এছাড়াও আপনি আপনার ব্যালেন্স এর টাকা ব্যবহার করে যেকোনো মিনিট প্যাক কিনতে পারেন খুব সহজেই।
| মাই জিপি অ্যাপ অফার চেক করার নিয়ম সম্পর্কে জানতে…
ইন্টারনেট প্যাক এর মতো আপনি যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করে মিনিট প্যাক ও কিনেন তাহলে গ্রামীনফোন আপনাকে দিবে জিপি বোনাস পয়েন্ট।
আর এইসব বোনাস পয়েন্ট ব্যবহার করে পরবর্তিতে ইন্টারনেট প্যাক কিনতে পারেন একদম ফ্রি তে।
My GP account Futures
- আমাদের ব্যবহারকারী বান্ধব ডিজাইনের পরিষ্কার সরলতার অভিজ্ঞতা অর্জন করুন
- বিরামবিহীন গ্রাহক ভ্রমণের উপভোগ করুন
- একক ক্লিকে আপনার ভারসাম্য এবং ব্যবহার পরীক্ষা করুন
- সহজেই ইন্টারনেট প্যাক কিনুন
- আপনার FnF এবং অন্যান্য মান সংযোজন পরিষেবাগুলি পরিচালনা করুন
- আপনার স্টার স্থিতি জানুন এবং দুর্দান্ত অফারগুলি খালাস করুন
- যে কোনও নম্বর, যে কোনও সময়, যে কোনও জায়গায় রিচার্জ করুন!
- ফটো এবং অন্যান্য তথ্য দিয়ে আপনার প্রোফাইল ব্যক্তিগতকৃত করুন।
গ্রামীনফোন এর মাই জিপি এ্যাপে আছে আকর্ষণীয় সব ফিচারস। যেগুলা নতুন কিংবা পুরাতন গ্রাহকদের ব্যবহার উপযোগী খুব সহজ করে তুলে।
অফার কেনার পাশাপাশি বিনা খরচে কল না করেই গ্রামীনফোন কাস্টমার কেয়ার এ লাইভ চ্যাট করতে পারেন।
এছাড়াও আপনি সব অফার দেখতে পারেন, অফার দেখার পাশাপাশি মাই জিপি’র ফ্লেক্সি প্লান ব্যবহার করে নিচের ইচ্ছা মতো বান্ডেল প্যাক বানিয়ে নিতে পারেন।
| ফ্লেক্সি প্লান ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে…
আপনি যদি জিপি ফ্লেক্সি প্লান ব্যবহার করে অফার তৈরি করতে চান তাহলে উপরের লিংক এ ক্লিক করে জেনে নিতে পারেন।
গ্রামীনফোন এর অফিসিয়াল অ্যাপ মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।