আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, My gp offer sms এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজকে আমি My gp offer sms সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
গ্রামীনফোন এর মাই জিপি এ্যাপের মাধ্যমে গ্রামীনফোন এর সকল সুবিধা উপভোগ করা যায়। আজকে গ্রামীনফোন এর এসএমএস অফার সম্পর্কে বলবো।
গ্রামীনফোন এর মাই জিপি তে আছে আকর্ষণীয় সব ফিচার, যে গুলা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় অফার বানিয়ে নিতে পারেন।
কিভাবে নিজে নিজেই অফার বানাবেন তা জানতে মনোযোগ সহকারে পড়ুন।
My gp offer sms | মাই জিপি অফার এসএমএস
গ্রামীনফোন এর সকল সুবিধা দিতে আছে মাই জিপি অ্যাপ। এই অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সকল অফার গ্রহন করতে পারবেন।
খুব সহজেই আপনি অল্প টাকায় মাই জিপি অ্যাপ থেকে এসএমএস প্যাক কিনতে পারেন। ঠিক তেমনি মিনিট, এমবি সহ সকল বান্ডেল অফার ও বানিয়ে নিতে পারেন খুব সহজেই।
|গ্রামীনফোন এর সকল গুরুত্বপূর্ণ কোড জানতে
আর এরকম নিজের মতো করে অফার বানাতে হলে প্রয়োজন পড়বে MyGP flexiplan এর। কিভাবে এই ফ্লেক্সি প্লান ব্যবহার করে এসএমএস কিনবেন তা নিম্নে বিস্তারিত।
My gp offer sms কিভাবে কিনবেন
ফ্লেক্সিপ্ল্যান দিয়ে নিজেই তৈরি করুন নিজের অফার
এখন আপনার সমস্ত প্রিয় বান্ডেল অফারগুলি,
ফ্লেক্সিপ্ল্যান ব্যবহার করে তৈরি করুন এবং শুধুমাত্র মাইজপিতেই উপভোগ করুন ১০% ইন্টারনেট বোনাস ।
আগেই বলেছি মাই জিপি ব্যবহার করে নিজের মতো অফার তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করবেন?
নিজের মতো করে অফার তৈরি করতে সর্বপ্রথম মাই জিপি এ্যাপে প্রবেশ করুন। তারপর লগইন করে ফ্লেক্সি প্লান অপশনে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার প্রয়োজন মতো এমবি মিনিট ও এসএমএস প্যাক কিনতে পারবেন।
|গ্রামীনফোন কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে জানতে
My gp offer sms কিনতে হলে আপনাকে ইন্টারনেট (০) শুন্য মিনিট (০) শুন্য দিয়ে মেয়াদ সিলেক্ট করে এসএমএস সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করুন, তারপর সিলেক্ট করা অফার চেক করে কনফার্ম করুন। ব্যাস আপনার এসএমএস কেনা হয়ে গেলো।
উদাহরণঃ যদি আপনি ৫০০ এসএমএস ৩০ দিন মেয়াদের জন্য কিনতে হয় তাহলে নিচের দেখানো প্রসেস অনুযায়ী ব্যবহার করুন।
- Internet : 0
- Minutes ; 0
- Validity : 30
- SMS : 500
- Continue
এইসব সুবিধা উপভোগ করতে এখনি মাই জিপি অ্যাপ ডাউনলোড করুন।
MyGP App Download