Nagad send money limit | নগদ সেন্ড মানি লিমিট

nagad send money limit

মোবাইল ব্যাংকিং লেনদেন করতে হলে অবশ্যই আপনাকে লেনদেনের সীমা সম্পর্কে জানতে হবে। আজকে এই আর্টিকেলে Nagad send money limit সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে লেনদেনের লিমিট সম্পর্কে অবগত থাকা অনেক গুরুত্বপূর্ণ।

কারণ আমরা তাড়াতাড়ি টাকা লেনদেন করার জন্যই মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকি।

তখন হঠাৎ করে যদি আমরা টাকা উত্তোলন করতে পারি না, আমাদের লেনদেনের লিমিট শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক বিপদের মুখে সম্মুখীন হতে হয়।

Nagad send money | নগদ সেন্ড মানি

প্রতিটি মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা পারসোনাল একাউন্ট থেকে পারসোনাল একাউন্টে টাকা লেনদেন করি সেন্ড মানি অপশন ব্যবহার করে।

আবার প্রতিটা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রেও সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ ইত্যাদি অপশনে লিমিটেশন রয়েছে।

ঠিক তেমনি নগদ সেন্ড মানি করতে হলেও আপনাকে অবশ্যই সেন্ডমানি লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

nagad send money limitNagad send money limit | নগদ সেন্ড মানি লিমিট

আজকে আপনাদের মাঝে নগদ মোবাইল ব্যাংকিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে send money limit নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো।

| নগদ মোবাইল রিচার্জ অফার সম্পর্কে জানতে…

নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস। সরকারি হওয়ায় দেশি অ্যাপে লাভ বেশি।

  • Nagad app ব্যবহার করে সেন্ড মানি চার্জ ফ্রি
  • নগদ কোড ডায়াল করে সেন্ড মানি চার্জ ৫ টাকা
  • Nagad সেন্ড মানি লিমিট দৈনিক ০
  • নগদ সেন্ড মানি লিমিট মাসিক ০

Nagad send money limit check

আপনি খুব সহজেই আপনার দৈনিক ও মাসিক কত টাকা লেনদেন করেছেন আর কত টাকা করতে পারবেন তা খুব সহজেই জানতে পারবেন নগদ অ্যাপ ব্যবহার করে।

যেহেতু আপনি মোটা অংকের টাকা লেনদেন করেন তাহলে আপনাকে অবশ্যই লিমিট সম্পর্কে অবগত থাকা।

Nagad App| নগদ অ্যাপ

নগদ অ্যাপ ডাউনলোড করে আপনি সাচ্ছন্দ্য মতে ব্যবহার করতে পারবেন নগদ একাউন্টের সকল সুবিধা।

এছাড়াও নগদ অ্যাপ ব্যবহার করে আপনি দৈনিক মাসিক লিমিট সম্পর্কে অবগত হতে পারবেন খুব সহজেই।

| নগদ মুনাফা সম্পর্কে বিস্তারিত জানতে…

নগদ অ্যাপ ব্যবহার করে যদি আপনি ক্যাশ আউট, মোবাইল রিচার্জ আরো বাকি যে লেনদেন প্রক্রিয়া আছে

সেগুলা ব্যবহার করেন তাহলে আপনার জন্য নগদ দিচ্ছে আকর্ষণীয় ছাড ও নানান অফার।

কাজেই নগদ অ্যাপ ব্যবহার করে সকল সুবিধা উপভোগ করতে এখনি ডাউনলোড করুন নগদ অ্যাপ।

Nagad App

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top