Ridmik keyboard old version

বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের সফটওয়্যার ভার্সন প্রয়োজন পরে। তাই আমরা অনেক সময় Ridmik keyboard old version খুজতে হয়।

এন্ড্রয়েড ফোন ব্যবহার করি আর রিদ্মিক কিবোর্ড ব্যবহার করি না তা কি কখনো হয়? আমরা সবাই রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে থাকি।

রিদমিক কিবোর্ড – Ridmik Keyboard

স্মার্টফোনে বাংলা টাইপ করার জনপ্রিয় একটি দেশি অ্যাপ হচ্ছে রিদমিক কিবোর্ড (Ridmik Keyboard)। ইংরেজি বাটনে ফোনেটিক বাংলা টাইপিংসহ বিভিন্ন থিম

বা লে-আউটে সহজে বাংলা টাইপ করা যাবে রিদমিক কিবোর্ড দিয়ে। ন্যাশনাল এবং প্রভাত টাইপিং লে-আউটও রয়েছে রিদমিক বাংলা কিবোর্ড অ্যাপে।

কেনো অল্ড ভার্সন ব্যবহার করবেন

অনেক এন্ড্রয়েড ফোন আছে যেই ফোনে নতুন ভার্সনের সফটওয়্যার ইন্সটল হয় না, আর হলেও ঠিকঠাক মতো কাজ করে না। মোবাইল স্লো হয়ে যায়।

সেসব ফোনের জন্য আমাদের অনেক সময় সফটওয়্যার গুলার পুরাতন ভার্সন খুজতে হয়।

আবার অনেক সময় আমাদের পুরাতন ভার্সনের সফটওয়্যার ব্যবহার করতে ভালো লাগে,তাই নতুন ভার্সন ব্যবহার না করে পুরাতন ভার্সনের সফটওয়্যার ইন্সটল করে থাকি।

রিদ্মিক কিবোর্ড এর পুরাতন ভার্সনে নতুন নতুন ফিচারস নেই বলে এমবি কম থাকে। আর এমবি কম থাকার ফলে নরমাল ফোনে (যেই ফোনে রেম/রম কম) সমস্যা করে না।

পুরাতন ভার্সনের থাকায় সহজেই ব্যবহার করা যায়, এমবি কম থাকায় মোবাইল ও স্লো হয় না।

Ridmik keyboard old version ডাউনলোড করতে হলে ক্লিক করুন।

DOWNLOAD

রিদ্মিক কিবোর্ড ব্যবহার করে সাচ্ছন্দ্য মতে বাংলা লিখি বাংলায়, আবার অভ্র ব্যবহার করেও লিখতে পারি বাংলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top