Trust bank mobile banking

ট্রাস্ট ব্যাংক চালু করেছে তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং সার্ভিস Trust bank mobile banking। ট্রাস্ট ব্যাংক এর এই সার্ভিস থেকে গ্রাহক নানাভাবে সুবিধা উপভোগ করতে পারবে।

Trust bank mobile banking

ট্রাস্ট ব্যাংকের এই ডিজিটাল মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে ট্রাস্ট ব্যাংকের সকল গ্রাহক পাবে ঘরে বসে ব্যাংকিং সুবিধা।

এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যাবে। তাছাড়া ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং এর সেবার আওতায় আরো অনেক সুবিধা রয়েছে।

ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম

একাউন্ট খুলতে হলে আপনাকে গুগুল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে Trust-Money অথবা সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন Trust-Money

তারপর সরাসরি অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রার বাটনে ক্লিক করে যথাযথ ফরম টি পূরন করুন।

পূরণ করা হয়ে গেলে জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা।

Trust bank mobile banking এর সুবিধা

  • অর্থ জমা ও লেনদেন
  • ইউটিলিটি বিল পরিশোধ,
  • বীমার কিস্তি,
  • ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ ,
  • তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেওয়া,
  • রেমিট্যান্স গ্রহণ,
  • অনলাইন মার্চেন্ট পেমেন্ট,
  • জাতীয় পরিচয়পত্র ফি পরিশোধ
  • পাসপোর্টের ফি পরিশোধ
  • সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ
  • এবং ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ হিসাবে টাকা আনার সুযোগ।

ট্রাস্ট ব্যাংক থেকে বিকাশে টাকা লেনদেন

টাকা পাঠাতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ব্যাংক টু বিকাশে যেতে হবে। সেখানে ট্রাস্ট ব্যাংকের লোগো ক্লিক করে ট্রাস্ট-মানি অ্যাপের লিংক পাবেন গ্রাহকেরা।

অথবা সরাসরি ট্রাস্ট-মানি অ্যাপে ঢুকে সেন্ড মানি অপশন থেকে বিকাশ হিসাবে নম্বর নির্বাচন করে টাকার পরিমাণ ও সাময়িক পাসওয়ার্ড দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে।

তাৎক্ষণিকভাবে বাড়তি খরচ ছাড়াই বিকাশ হিসাবে টাকা চলে আসবে মূহুর্তের মধ্যে । লেনদেন সম্পন্ন হলে গ্রাহক কে এসএমএস এর মাধমে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top