Robi emergency balance | সময় অসময় রবি ঝটপট ব্যালেন্স

জরুরি কথা বলার মাঝে যখন ব্যালেন্স শেষ হয়ে যায়, রিচার্জ করার ও কোনো উপায় থাকে না কিংবা সময় নেই ঠিক তখনি Robi emergency balance নেই।

Get Robi emergency balance code *123*007#

দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর হিসেবে ৪.৫জি নেটওয়ার্কে ভয়েস ওভার এলটিই চালু করায় কথা বলতে কোনো প্রকার ডিস্টার্ব বোধ হয় না।

Robi emergency balance

রবি সিম ব্যবহার করে কথা বলুন ক্লিয়ার ভাবে। কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেলে রবি দিচ্ছে ঝটপট ব্যালেন্স।

১০০ টাকা পর্যন্ত ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স দেওয়ার পাশাপাশি রবি নানান রকম অফার দিয়ে থাকে। রবি ইমারজেন্সি টাকা আনতে হলে আমাদের জানতে হবে ইউএসএসডি কোড।

robi emergency balance code

নিচে রবি’র কিছু গুরুত্বপূর্ণ কোড দেওয়া হলো

  • Minutes Bundle *0#
  • Balance Check / Due bill check *1#
  • Show own mobile number *2#
  • Data (MB) Check *3#
  • Internet Pack Purchase *4#
  • Popular Vas activation/deactivation *5#
  • Know your package/call tariff *6#
  • DND (Stop/Start Promotional SMS *7#
  • Jhotpot Balance/Air Credit *8#
  • All VAS Stop Request *9৳
  • Show All Service *123#

এছাড়াও রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। রবিই প্রথম কোম্পানি যা দেশের ৬৪টি জেলায় চালু করে ৪.৫জি সেবা।

রবি ঝটপট ইমার্জেন্সি ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত শর্তাবলী।

শর্তাবলী:-

  • সকল যোগ্য রবি প্রিপেইড গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবেন।
  • *৮# ডায়াল করে আপনি এই সেবার আওতাভুক্ত কিনা যাচাই করতে পারবেন।
  • ঝটপট ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২৩*০০৭# (ফ্রি)
    ১২ টাকা কিংবা তার উপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) SMS নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
  • ঝটপট ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা SMS পাঠাতে প্রযোজ্য।
    বান্ডেল প্যাকেজে কেনা মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
  • ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
  • *১# অথবা *২২২# ডায়াল করে আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন।
  • আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করতে *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।
    প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।

এছাড়াও রবি অ্যাপ ব্যবহার করে রবি’র সকল সুবিধা উপভোগ করতে পারেন। রবি অ্যাপ ডাউনলোড করুন

My Robi App

 

 

রবি হেল্পলাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top