আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলে Rocket mobile recharge limit সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
যে কোন ক্ষেত্রে আপনি যদি রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান, তাহলে আপনাকে কিছু লিমিটেশন এর মধ্যে টাকা রিচার্জ করতে দিবে।
আমরা অনেকেই rocket mobile recharge limit সম্পর্কে পূর্বে থেকে অবগত হতে চাই; যাতে করে আমাদের কোনো রকমের ভোগান্তি পোহাতে না হয়।
Rocket mobile recharge | রকেট মোবাইল রিচার্জ
আপনি চাইলে খুব সহজেই রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
মোবাইল রিচার্জ সাধারণ দুই রকম ভাবে করা যায়, অ্যাপ ব্যবহার করে আবার ইউএসএসডি কোড ব্যবহার করে।
তবে রকেট বলেন আর যাই বলেন আপনাকে অবশ্যই মোবাইল রিচার্জ লিমিট এর ভিতরে করতে হবে।
রকেট একাউন্ট থেকে দৈনিক কত টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন তা ভালোভাবে বুঝতে হলে মনোযোগ সহকারে পড়ুন।
| রকেট মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত…
নিচে রকেট মোবাইল রিচার্জ লিমিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Rocket mobile recharge limit | রকেট মোবাইল রিচার্জ লিমিট
মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটি লেনদেন এর জন্য একটা লিমিট বেধে দেওয়া হয়।
ঠিক তেমনি মোবাইল রিচার্জ করতে হলেও আপনাকে একটা লিমিট এর ভিতরে থাকতে হবে।
Rocket mobile recharge limit list
- 5000 Taka per day
- 25000 Taka per month
rocket mobile recharge limit হিসেবে আপনি চাইলে প্রতিদিন যে কোন নাম্বারে সর্বোচ্চ 5,000 টাকা ও সর্বনিম্ন 10 টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন
এবং প্রতিমাসে আপনি চাইলে 25000 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন।
এছাড়াও একসাথে আপনি যেকোন নাম্বারে চাইলে 1000 টাকা সেন্ড করতে পারবেন; সর্বনিম্ন এমাউন্ট হিসেবে আপনি 10 টাকা প্রেরন করতে পারবেন।
| রকেটে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে…
আপনি চাইলে রকেট অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি সহ সকল লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
এছাড়াও রকেট অ্যাপ ব্যবহার করে আপনি যেকোনো সুবিধা উপভোগ করতে পারবেন খুব সহজেই। কাজেই এখনি ডাউনলোড করুন রকেট অ্যাপ।
Rocket App Download
আশাকরি উপরে উল্লেখিত উপায়ে আপনি আবার খুব সহজে চাইলেই আপনার ফোনের রকেট একাউন্ট থেকে খুব সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন।
রকেট মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার থেকে যেকোনো ধরনের সাহায্য নিতে পারেন। রকেট কাস্টমার কেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
এছাড়াও আপনি কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
ভাই আমার রকেট থেকে দৈনিক একবার এর চেয়ে বেশি রিচার্জ করা যাচ্ছে না।উপায় কি?