আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা আজকে এই আর্টিকেলে Rocket mobile recharge system সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে মোবাইল রিচার্জ করা যায়।
আজকে এই আর্টিকেলে রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোবাইল রিচার্জ সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে হলে সেই সম্পর্কে আপনার জানা আবশ্যক। নিচে রিচার্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Rocket mobile recharge system
রকেট হচ্ছে (DBBL) ডাচ বাংলা ব্যাংক এর একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস।
|রকেট একাউন্ট একটিভ করার নিয়ম সম্পর্কে জানতে
রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অন্যান্য Mobile banking এর মতো সকল সুবিধা উপভোগ করা যায়।
Rocket একাউন্ট থেকে দুই পদ্ধতি ব্যবহার করে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। যথা-
- রকেট কোড ডায়াল করে
- রকেট অ্যাপ ব্যবহার করে
এই দুই রকম ভাবে আপনি রকেট নয় সকল মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
নিচে এই দুই পদ্ধতি ব্যবহার করে মোবাইল রিচার্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি মনোযোগ সহকারে পড়বেন।
Rocket mobile recharge system code
রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে প্রথমে আপনার রকেট অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
রকেট একাউন্ট থেকে আপনি যেকোনো সময় যেকোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন।
|রকেট একাউন্ট মোবাইল রিচার্জ লিমিট সম্পর্কে জানতে ভিজিট করুন
তবে এর জন্য আপনাকে অবশ্যই মোবাইল রিচার্জ করার সিস্টেম জানতে হবে।
কোড ডায়াল করে কিভাবে মোবাইল রিচার্জ করবেন সেই প্রসেস নিচে দেওয়া হলো।
- ডায়াল করুন *322#
- Top-up / TelcoService এর জন্য সিলেক্ট করুন; 3 লিখে সেন্ড করুন।
- তারপরে Top-up যত নাম্বার আছে তা সিলেক্ট করার জন্য 1 লিখে সেন্ড করুন
- এবার আপনি নিজের রকেট একাউন্টে রিচার্জ করার জন্য 1 লিখুন
অন্য কোনো নাম্বার লিখার জন্য 2 লিখে সেন্ড করুন - এবার যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখে সেন্ড করুন
- আপনি যত টাকা রিচার্জ করবেন তার পরিমাণ লিখে সেন্ড করুন
- সর্বশেষ আপনার রকেট একাউন্টের পাসওয়ার্ড লিখে তারপরে Send বাটনে ক্লিক করার পর আপনার রিচার্জ সম্পন্ন হবে।
Rocket mobile recharge system app
রকেট একাউন্ট থেকে অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করার জন্য অবশ্যই আপনাকে রকেট ডাউনলোড করে লগইন করতে হবে।
রকেট অ্যাপ ব্যবহার করে আপনি যেকোনো সময় যেকোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই মোবাইল রিচার্জ করার সিস্টেম জানতে হবে।
অ্যাপ ব্যবহার করে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তা জানতে নিচের দেখানো প্রসেস অনুসরণ করুন।
- Enter pin and LOGIN Rocket app
- Select MOBILE RECHARGE option
- Enter your mobile recharge NUMBER
- Select your sim OPERATOR
- Enter mobile recharge AMOUNT
- Enter your Rocket account PIN
- TAP AND HOLD to mobile recharge
ব্যাস হয়ে গেলো আপনার মোবাইল রিচার্জ। টাকার পরিমানের পাশাপাশি আপনি অ্যাপ ব্যবহার করে আপনার রিচার্জ কৃত সিমের উপযুক্ত সকল অফার গ্রহন করতে পারবেন।
রকেট হেল্পলাইন নাম্বার
রকেট একাউন্ট সম্পর্কে যেকোনো তথ্য জানতে রকেট হেল্পলাইন থেকে ২৪ ঘন্টা সার্ভিস উপভোগ করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি সাহায্য নিতে পারেন।
রকেট মোবাইল ব্যাংকিং এর সকল হেল্পলাইন নিচে দেওয়া হলো।
- রকেট গ্রাহক হেল্পলাইন নম্বর 16216
- আপনি সপ্তাহের 7 দিন,
- দিনের যে কোন সময় 24 ঘণ্টা কল করতে পারেন।
- রকেট অফিসের এজেন্ট আপনাকে যে কোনও ধরণের রকেট সম্পর্কিত সমস্যার জন্য সমর্থন করে।
আপনি যদি কোনও সমস্যার মুখোমুখি হন তবে আপনি তাদেরকে বিনা দ্বিধায় কল করতে পারেন।
- Rocket helpline number 16216
- For International Call 09666716216
- Email ibsupport@dutchbanglabank.com
রকেট অ্যাপ ডাউনলোড করে আপনি কোড ডায়াল ছাড়া সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
এছাড়াও অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো সেবা উপভোগ করা যায়।
রকেট অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।