Nagad send money reference | নগদ সেন্ড মানি রেফারেন্স

nagad send money reference

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Nagad send money reference নিয়ে আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।

এই আর্টিকেলে Nagad send money reference নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

আমাদের সর্বপ্রথম জানতে হবে রেফারেন্স কি, কোনো ব্যবহার হয়, এতে গ্রাহকদের অর্থাৎ আমাদের সুবিধা কি? এগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Table of Contents

Nagad send money reference

মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে সেন্ড মানি কি কেনো ব্যবহার করি আমরা তা ভালোভাবেই জানি।

আমরা হয়তো জানি যে সেন্ড মানি করতে হলে অবশ্যই আপনাকে রেফারেন্স ব্যবহার করতে হয়।

তবে জানি না যে কেনো ব্যবহার করবো এর পিছনে কি কারণ রয়েছে। আসলে বলতে গেলে

সব কিছুর পিছনেই কিছু না কিছু কারন থাকে ঠিক রেফারেন্স এর ক্ষেত্রেও আছে।

আমরা যদি নগদ, বিকাশ আর যাই বলেন না কেনো যেকোনো মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সেন্ড মানি করতে হলে আমাদের এই রেফারেন্স দিতে হবে।

মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে রেফারেন্স ব্যবহৃত হয় সেন্ড মানি করে অন্য পারসোনাল নাম্বারে টাকা পাঠানোর সময়।

একটা পারসোনাল নাম্বারে যদি অনেক জনের নাম্বার থেকে টাকা আসে তাহলে কার টাকা কতো তা প্রুফ করার জন্য রেফারেন্স এর প্রয়োজন পরে।

| নগদ সেন্ড মানি লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে…

এছাড়াও যদি কোনো মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করা হয় তাহলেও রেফারেন্স এর ব্যবহার দেখা যায়।nagad send money reference

রেফারেন্স হচ্ছে একটি পিন, রেফারেন্স মূলত টাকা ও ব্যক্তির পরিচয় বহন করে। তাই মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে রেফারেন্স ভালো ভাবে ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিং এর সেন্ড মানি কিংবা পেমেন্ট এর ক্ষেত্রে রেফারেন্স একটি শব্দ কিংবা কয়েকটি সংখ্যা ব্যবহার করতে হয়

এবং যার নামে টাকা পাঠানো হয় তাকে সেই রেফারেন্স কৃত সংখ্যা বা শব্দ বলে দিলে উক্ত টাকা তার নামের হয়।

Nagad send money

আপনি যদি কোড ডায়াল করে নগদ সেন্ড মানি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই প্রসেস টা জানতে হবে।

| নগদ মোবাইল রিচার্জ অফার সম্পর্কে জানতে…

এছাড়াও আপনি নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি সেন্ড মানি করতে পারবেন।

নগদ অ্যাপ ডাউনলোড করতে নিচের দেওয়া লিংক এ ক্লিক করুন –

Nagad App

কোড ডায়াল করে সেন্ড মানি করতে নিচের প্রসেস ফলো করুন-

  • ডায়াল *167#
  • তারপর 2 লিখে সেন্ড করুন
  • রিসিভার নাম্বারটি দিয়ে সেন্ড করুন
  • এমাউন্ট দিন
  • রেফারেন্স দিন
  • সবকিছু চেক করে পিন দিন

ব্যাস হয়ে গেলো আপনার কোড ডায়াল করে সেন্ড মানি করা। তবে অ্যাপ ব্যবহার করলে এই কোড ডায়াল করার ঝামেলা এড়ানো যায় আর খুব সহজেই করা যা।

আশা করি আপনাদের কে Nagad send money reference সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করতে পেরেছি। বিস্তারিত কোনো তথ্য জানতে কমেন্ট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top