Rocket merchant account | রকেট মার্চেন্ট একাউন্ট

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Rocket merchant account নিয়ে আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।

রকেট মার্চেন্ট একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

রকেট মার্চেন্ট একাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে রকেট মার্চেন্ট একাউন্টে টাকা পেমেন্ট করতে হয় সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Rocket merchant account payment | রকেট মার্চেন্ট পেমেন্ট

যখন কোনও গ্রাহক ডাচ-বাংলা ব্যাংকের অনুমোদিত বণিকের কাছ থেকে কিছু কিনে / কেনাকাটা করেন তারা তাদের রকেট অ্যাকাউন্টটি ব্যবহার করে মার্চেন্টকে বিলটি দিতে পারবেন।

| নগদ মার্চেন্ট একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে…

মার্চেন্ট পেয়ের সামগ্রিক প্রক্রিয়াটি হলো

  • বণিক তার মোবাইল থেকে লেনদেন শুরু করে।
  • বণিক গ্রাহকের কাছে একটি রসিদ জারি করে
  • সিস্টেম গ্রাহকের মোবাইলে একটি এসএমএস প্রেরণ করে

সুরক্ষার কারণে গ্রাহককে এসএমএসের প্রেরণ নম্বর এবং পরিমাণ পরীক্ষা করতে হবে।  16216 বা 01190016216 বা 096667 থেকে এসএমএস / আইভিআর কল পাঠানো হবে

Rocket merchant account openingRocket merchant account opening | রকেট মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম


রকেট মার্চেন্ট একাউন্ট হলো সেই একাউন্ট, যে একাউন্টে আপনি বিভিন্ন রকেট একাউন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন।

অর্থাৎ আপনার ব্যবসায়িক লেনদেন যদি রকেটের মাধ্যমে করতে চান,

আপনি যদি চান আপনার গ্রাহকেরা আপনার প্রাপ্য বিল সহজে রকেট থেকে আপনাকে পে করুক, তাহলে আপনাকে একটা মার্চেন্ট একাউন্ট খোলতে হবে।

| বিকাশ মার্চেন্ট একাউন্ট সম্পর্কে বিস্তারিত…

রকেট মার্চেন্ট একাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে এবং কিছু কাগজপত্র লাগবে।

রকেট মার্চেন্ট একাউন্ট খুলতে হলে যা যা কাগজ পত্র লাগে তা নিচে উল্লেখ করা হয়েছে।

  • দোকানের হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স
  • ভোটার আইডি কার্ড এর ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের ফটো

রকেট মার্চেন্ট একাউন্ট দুই পদ্ধতি ব্যবহার করে খুলতে পারেন। নিকটস্থ রকেট মার্চেন্ট সার্ভিস সেন্টারে গিয়ে এবং ডিস্ট্রিবিউটের সাথে যোগাযোগ করে।

সার্ভিস পয়েন্টের মাধ্যমে রকেট মার্চেন্ট হওয়ার নিয়ম

রকেট মার্চেন্ট একাউন্ট বা রকেট মার্চেন্ট হওয়ার জন্য অবশ্যই নগদ সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

রকেট কাস্টমার কেয়ার নাম্বারে 16216 এ কল করে নিকটস্থ সার্ভিস পয়েন্টে ঠিকানা সংগ্রহ করুন।

তারপর উপরোক্ত কাগজপত্র নিয়ে সার্ভিস পয়েন্টে গিয়ে রকেট মার্চেন্ট বা রকেট মার্চেন্ট একাউন্ট খুলতে পারেন।

রকেট ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রকেট মার্চেন্ট হওয়ার নিয়ম

ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই যেকোনো রকেট মার্চেন্ট এর কাছ থেকে সহায়তা নিতে পারেন।

পার্শ্ববর্তী যেকোনো রকেট মার্চেন্ট এর কাছ থেকে ডিস্ট্রিবিউটরের নাম্বার সংগ্রহ করুন।

তারপর ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে রকেট মার্চেন্ট একাউন্ট খুলতে পারেন।

রকেট মার্চেন্ট একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন ডিবিবিএল (DBBL) অফিসিয়াল ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top