Rocket merchant | রকেট মার্চেন্ট একাউন্ট বিস্তারিত

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Rocket merchant account নিয়ে আজকের এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।

রকেট মার্চেন্ট একাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

রকেট মার্চেন্ট একাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে রকেট মার্চেন্ট একাউন্টে টাকা পেমেন্ট করতে হয় সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

rocket merchant Rocket merchant | রকেট মার্চেন্ট

রকেট মার্চেন্ট একাউন্ট সবার জন্য প্রযোজ্য নয়। মার্চেন্ট একাউন্ট মূলত একটি ব্যবসায়ীক একাউন্ট। তবে মার্চেন্ট একাউন্টের সুবিধা সবাই উপভোগ করতে পারবেন।

| রকেট মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে…

নিচে ব্যবসায়ীদের মার্চেন্ট একাউন্ট এর সুবিধা ও গ্রাহকদের মার্চেন্ট পেমেন্ট এর সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে।

ব্যবসায়ীদের মার্চেন্ট একাউন্ট এর সুবিধা

একজন ক্ষুদ্র ব্যবসায়ী রকেট মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে তার ব্যবসা কে আরো প্রসারিত করতে।

একজন ব্যবসায়ী যদি মার্চেন্ট একাউন্ট থাকে তাহলে সেই ব্যবসায়ীর যেকোনো কাস্টমার খুব সহজেই

রকেট একাউন্ট ব্যবহার করে পেমেন্ট এর মাধ্যমে দোকানীর টাকা পরিশোধ করতে পারবেন।

কাস্টমার যখন রকেট মার্চেন্ট একাউন্টে বিল পেমেন্ট করবে তখন, যেমন দোকানীর সময় বাচবে ঠিক তেমনি কাস্টমারের ও সময় বাচবে।

এতে করে দোকানে ঝামেলা কম হবে ও কাস্টমার চাহিদা বৃদ্ধি পাবে।

এছাড়াও দোকানী যদি অনলাইনে তার দোকানের পন্য সামগ্রি বিক্রি করে তাহলে রকেট মার্চেন্ট একাউন্ট

ব্যবহার করে কাস্টমার এর কাছ থেকে বিল পেমেন্ট গ্রহন করতে পারবেন খুব সহজেই।

এবং এই মার্চেন্ট এর টাকা খুব সহজেই দোকানী রকেট ডিস্টিবিউটরের কাছ থেকে উত্তোলন করতে পারবেন।

গ্রাহকদের রকেট মার্চেন্ট সুবিধা

যখন কোনও গ্রাহক ডাচ-বাংলা ব্যাংকের অনুমোদিত বণিকের কাছ থেকে কিছু কিনে / কেনাকাটা করেন

তারা তাদের রকেট অ্যাকাউন্টটি ব্যবহার করে মার্চেন্টকে বিলটি দিতে পারবেন।

  • মার্চেন্ট পেয়ের সামগ্রিক প্রক্রিয়াটি হলো
  • বণিক তার মোবাইল থেকে লেনদেন শুরু করে।
  • বণিক গ্রাহকের কাছে একটি রসিদ জারি করে
  • সিস্টেম গ্রাহকের মোবাইলে একটি এসএমএস প্রেরণ করে

সুরক্ষার কারণে গ্রাহককে এসএমএসের প্রেরণ নম্বর এবং পরিমাণ পরীক্ষা করতে হবে।  16216 বা 01190016216 বা 096667 থেকে এসএমএস / আইভিআর কল পাঠানো হবে।

Rocket merchant হেল্পলাইন নাম্বার

খুব সহজেই আপনি যেকোনো সমস্যা সমাধানের জন্য ডিবিবিএল কাস্টমার কেয়ার নাম্বার এ কল করতে পারেন।

Rocket helpline number 16216

এছাড়াও আপনি ইন্টারন্যাশনাল ভাবেও কল করতে পারেন নিচের দেওয়া নাম্বার থেকে।

Rocket helpline For International Call 09666716216.

এছাড়াও রকেট হেল্পলাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন রকেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top