আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলে Rocket to rocket send money charge সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। আশা করি মনোযোগ সহকারে পড়বেন।
গ্রাহক সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় মোবাইল ব্যাংকিং সংস্থা হচ্ছে রকেট। রকেট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের পরিচালিত মোবাইল ব্যাংকিং সার্ভিস।
নিচে রকেট সেন্ড মানি চার্জ (P2P) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রকেট টাকা উত্তোলন প্রক্রিয়া
রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সাধারণত তিন উপায়ে টাকা উত্তোলন করা যায়।
|রকেট মার্চেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে…
রকেট এর সেন্ড মানি চার্জ/ক্যাশ আউট চার্জ নির্ভর করবে আপনি কিভাবে টাকা লেনদেন করবেন তার উপর।
- ডিবিবিএল এটিএম
- ডিবিবিএল শাখা
- রকেট এজেন্ট
এই তিন উপায়ে আপনি রকেট মোবাইল ব্যাংকিং থেকে টাকা উত্তোলন করতে পারবেন। আর একেক উপায়ে একেক রকম চার্জ করে থাকে রকেট।
Rocket to Rocket send money charge
রকেট থেকে সেন্ড মানি দুইটি উপায়ে করা যায়৷ আর অনেক সময় দুই পদ্ধতি দুই রকম সেন্ড মানি চার্জ করে থাকে রকেট।
| রকেট সেন্ড মানি লিমিট সম্পর্কে বিস্তারিত জানতে…
রকেট মোবাইল ব্যাংকিং থেকে কিভাবে সেন্ড মানি করা যায় ও কোন পদ্ধতিতে কতো টাকা চার্জ নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- কোড ডায়াল করে সেন্ড মানি
- অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি
নিচে কোড ডায়াল করে ও অ্যাপ ব্যবহার করে রকেট একাউন্ট থেকে সেন্ড মানি চার্জ ও সেন্ড মানি করার নিয়ম জানতে মনোযোগ সহকারে পড়ুন।
Rocket to Rocket Send money charge by code
আপনি যদি রকেট একাউন্ট থেকে কোড ডায়াল করে সেন্ড মানি করে থাকেন তাহলে আপনাকে চার্জ দিতে হবে।
কোড ডায়াল করে সেন্ড মানি করতে গেলে অনেক সময় ৫ টাকা বাড়তি চার্জ দিতে হয়। তারপর চার্জ কমিয়ে সবচেয়ে কম খরচে ১.১ টাকায় আনা হয়।
কিন্তু বর্তমানে কোড ডায়াল করে সেন্ড মানি করা সম্পূর্ণ ফ্রি। কিভাবে কোড ডায়াল করে সেন্ড মানি করবেন তা সেই প্রসেস টা নিচে দেওয়া হয়েছে।
Rocket send money code
- Dial *322#
- Choice option 2
- Type mobile number
- Enter amount
- Enter pin number
ব্যাস হয়ে গেলো আপনার রকেট একাউন্ট থেকে সেন্ড মানি।
Rocket to Rocket Send money charge by app
কোড ডায়াল করার পাশাপাশি আপনি রকেট অ্যাপ ব্যবহার করেও সেন্ড মানি করতে পারবেন। তবে বর্তমানে রকেট কোড ডায়াল করে আর অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি চার্জ একই।
| রকেট মোবাইল রিচার্জ সম্পর্কে বিস্তারিত জানতে…
তবে রকেট অ্যাপ ব্যবহার করলে আপনি খুব সহজেই সেন্ড মানি করতে পারবেন। এছাড়াও আপনি সকল সেবা উপভোগ করতে পারবেন কোড ডায়াল ছাড়াই।
কাজেই এখনি ডাউনলোড করুন রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ
Rocket App Download
রকেট অ্যাপ ব্যবহার করে আপনি হাজারে মাত্র ৯ টাকায় ক্যাশ আউট করতে পারবেন।