Sim registration check online | সিম রেজিষ্ট্রেশন চেক করুন মুহুর্তের মধ্যে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Sim registration check online এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।

আজকের এই আর্টিকেলে Sim registration check online নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমরা সবাই কম বেশি robi, gp, banglalink, teletalk, airte সিম ব্যবহার করে থাকি। আর এই সব সিম বর্তমানে রেজিষ্ট্রেশন করে ব্যবহার করতে হয়।

অনেক সময় আমাদের ব্যবহৃত সিম রেজিষ্ট্রেশন কার নামে সেগুলা জানা অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন পরে।

Sim registration check online

কারন আমরা সিম রেজিষ্ট্রেশন করার সময় যার আইডি কার্ড পেয়েছি তার আইডি কার্ড দিয়েই করেছি।

আর এই রকম রেজিষ্ট্রেশন করা সিম দিয়ে আমাদের দরকারে ব্যবহার করা বিপদজনক।

কারন আমাদের ব্যবহৃত সিম দিয়ে আমরা ব্যাংক একাউন্ট, মোবাইল ব্যাংকিং একাউন্ট ও বিভিন্ন দরকারী কাজে ব্যবহার করে থাকি।

| ঘরে বসে সিম রিপ্লেস করতে পারেন বিস্তারিত…

হঠাৎ করে যদি এই সিম নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় তাহলে আমরা এই সিম টি রিপ্লেস করতে পারবো না।

কারন আমরা তো জানিও না সিম টা রেজিষ্ট্রেশন করা ছিল কার নামে।

কাজেই সিম ব্যবহারে সিম রেজিষ্ট্রেশন নিয়ে আগে থেকে সতর্ক হওয়া দরকার।

sim registration check onlineSim registration check online process

তো আসি মুল কথায় কিভাবে সিম রেজিষ্ট্রেশন চেক করবেন। নিচে এই তিন পদ্ধতিতে কিভাবে সিম রেজিষ্ট্রেশন চেক করবেন তা আলোচনা করা হয়েছে।

অনলাইনে সিম রেজিষ্ট্রেশন চেক করতে হলে অবশ্যই অ্যাপ ব্যবহার করতে হবে।

তবে এই অ্যাপ সবার জন্য নয় শুধু মাত্র রিটেইলার এই অ্যাপ ব্যবহার করে আপনার সিম রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন।

| যেখানে খুশি সেখানেই টিভি চ্যানেল দেখতে ভিজিট করুন 

এছাড়াও সিম রেজিষ্ট্রেশন চেক করতে হলে নিচের মাধ্যম ব্যবহার করে।

  • বিটিআরসির অফিসে কোড ডায়াল করে
  • কাস্টমার কেয়ার এ কল করে 
  • সার্ভিস সেন্টারে উপস্থিত হয়ে

আপনি মোবাইলে কোড ডায়াল করে মূহুর্তের মধ্যে জেনে নিতে পারেন ব্যবহারকৃত সিম কার নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে।

আবার আপনি চাইলে কাস্টমার কেয়ার এ গিয়ে কার নামে আপনার সিম রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন।

এছাড়াও আপনি কাস্টমার কেয়ার এ কল করে কিংবা লাইভ চ্যাট করে আপনার সিম রেজিষ্ট্রেশন চেক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কোড ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন চেক

আপনি চাইলে কোড ডায়াল করে এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা ব্যবহার করে খুব সহজেই সিম রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন।

আর এর জন্য প্রয়োজন হবে বিটিআরসির এই সিম রেজিষ্ট্রেশন কোড ও প্রসেস সম্পর্কে জানা।

Sim registration check code *16001#

এই উপরোক্ত কোড ব্যবহার করে আপনি সিম রেজিষ্ট্রেশন আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন হয়েছে কি না সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

  • Sim registration check process
  • First dial *16001#
  • Nid card number last 4 digit
  • And send

ভোটার আইডি কার্ড এর লাস্টের নাম্বার সেন্ড করার পর পরই আপনাকে বিটিআরসির অফিস থেকে ফিরতি মেসেজ দেওয়া হবে।

আর এই ফিরতি মেসেজ এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার সিমটি এই আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা হয়েছে কি না।

যদি রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে আপনার এই আইডি কার্ড কর্তৃক যতটা সিম রেজিষ্ট্রেশন করা আছে সব কয়টা সিমের লিস্ট দেওয়া হবে।

কাস্টমার কেয়ার ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন চেক

আপনি কোড ডায়াল করার পাশাপাশি কাস্টমার কেয়ার এর মাধ্যমেও সিম রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন।

আপনি চাইলে সার্ভিস সেন্টার ব্যবহার করে দুই ভাবে সিম রেজিষ্ট্রেশন করতে পারবেন।

  • Customers care এ কল দিয়ে
  • Customer care  এ উপস্থিত হয়ে

কাস্টমার কেয়ার কল দিয়ে সিম রেজিষ্ট্রেশন চেক করতে হলে আপনাকে কাস্টমার কেয়ার এ

কল করতে পারেন আবার লাইভ চ্যাট ব্যবহার করেও করতে পারেন।

| গ্রামীনফোন কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে জানতে…

আগেই বলেছি কাস্টমার কেয়ার এ সরাসরি যোগাযোগ করেও সিম রেজিষ্ট্রেশন চেক করতে পারবেন।

এ জন্য আপনাকে কাস্টমার কেয়ারে নিকটবর্তী হয়ে আপনার সেবা সম্পর্কে বিস্তারিত বলতে হবে।

আপনার এনআইডি কার্ড এর নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন যাচাই করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top